ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

বড়লেখায় আওয়ামী লীগ নেতা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
বড়লেখায় আওয়ামী লীগ নেতা খুন

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখায় প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগ নেতা, আইনজীবীর সহকারী ও প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আলম (৩৭) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আলম বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এবং একাধিকবার নির্বাচিত ইউপি সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় এক ব্যক্তির সঙ্গে মোটরসাইকেলে করে আলম কুমারশাইল গ্রামে একটি জানাজার নামাজে যাচ্ছিলেন। পথে লাতু বিজিবি ক্যাম্পের কাছে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত ঢিল মেরে মোটরসাইকেলের পেছনে বসা আলমকে রাস্তায় ফেলে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধ‍ার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কি কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় সাদিক আহমদ নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।   ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।