ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

রাজনীতি

নড়াইলে হান্নান শাহ স্মরণে আলোচনা-দোয়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
নড়াইলে হান্নান শাহ স্মরণে আলোচনা-দোয়া ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: নড়াইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- নড়াইল জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, অশোক কুণ্ডু, বিএনপি নেতা অ্যাডভোকেট ইস্তিয়াক হোসেন মঞ্জু, জেলা কৃষক দলের সভাপতি নবীর হোসেন, জেলা শ্রমিক দলের আহ্বায়ক সাইফুজ্জামান আমল, সদস্য সচিব মুশফিকুর রহমান বাচ্চু ও জেলা ওলামা দলের সভাপতি মাওলানা তৈয়েবুর রহমান প্রমুখ।

পরে দোয়া অনুষ্ঠানে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।