ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

রাজধানী জুড়ে যানজট, ভোগান্তিতে নগরবাসী

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
রাজধানী জুড়ে যানজট, ভোগান্তিতে নগরবাসী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেওয়াকে কেন্দ্র করে রাজধানী জুড়ে যানজট দেখা দেয়।  আর এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পথচারী ও বিভিন্ন গন্তব্যে ছুটে চলা মানুষ এই ভোগান্তিতে পড়েন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দিতে বিকেল তিনটার পর থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণভবন থেকে বিমানবন্দর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। এ সময় কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে রাজপাথে যানবাহন চলাচল সীমিত করা হয়। কোথাও-কোথাও পথচারী, যাত্রী ও দলীয় নেতাকর্মীদের ভিড়ে রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী।

ভুক্তভোগীরা বাংলানিউজকে জানান, প্রধানমন্ত্রীকে গণসংবর্ধানা দেওয়া যেতেই পারে।  তবে সেটা যেন সাধারণ মানুষের দুর্ভোগের কারণ না হয়। সে বিষয় সংশ্লিষ্টরা নজর দিলে নগরবাসীকে এই ভোগান্তিতে পড়তে হতো না।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
এসজে/এসকে/আরএইচএস/এমএম/ওএইচ/এম‌ইউএম/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।