ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

তারেকের বিরুদ্ধে পরোয়ানা

মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর বিএনপি।

শনিবার (০১ অক্টোবর) সকালে নয়াপল্টন ভাসানী ভবনে মহানগর বিএনপির যৌথ সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন।  

কর্মসূচির মধ্যে রয়েছে, ২ অক্টোবর মহানগরীর সব থানায় থানায় বিক্ষোভ মিছিল এবং ৩ অক্টোবর সমাবেশ।  

মির্জা আব্বাস বলেন, নিষ্ঠুরতা ও বর্বরতা এমন পর্যায়ে চলে গেছে যে, দলীয় নেতাকর্মীদের বাসা থেকে ধরে নিয়ে আসা হচ্ছে। মামলা দেওয়া হচ্ছে, কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না।  

সব নেতাকর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস আরও বলেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।  

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, আবদুস সালাম, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।  
 
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
এমএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।