ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় যুবলীগের বর্ধিত সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৬
বগুড়ায় যুবলীগের বর্ধিত সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শহরের সাতমাথা দলীয় কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।  
 
রোববার (০২ অক্টোবর) দুপুরের পর এ সভা অনুষ্ঠিত হয়।


 
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন।   
 
এছাড়া সভায় বক্তব্য রাখেন- জেলা যুবলীগ নেতা রেজাউল আশরাফ জিন্না, আলহাজ শেখ, আনোয়ার পারভেজ রুবন, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলু, মাহফুজুল আলম জয়, উদয় কুমার বর্মন, প্রভাষক আব্দুর রাজ্জাক, আব্দুস সাত্তার, নজরুল ইসলাম বিটুল, এম সুলতান আহম্মেদ, অধ্যাপক পিএম বেলাল হোসেন, তপন চন্দ্র মোহন্ত দুলাল, ভিপি মতিউর রহমান, শাহীনুর রহমান মন্টি, ফিদা হাসান টিটো, আইয়ুব তরফদার, খ.ম শামীম, বনি আমিন মিন্টু, প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, শাহজাহান আলী, ইউনুস আলী টনি, মাহমুদ আশরাফ মামুন ও মোস্তাফিজুর রহমান ভুট্টো প্রমুখ।
 
১৫ অক্টোবর জেলা যুবলীগের সম্মেলন সফল করতেই এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
 
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬
এমবিএইচ/এসআরএস/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।