ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

রাজনীতি

সৈয়দপুরে কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
সৈয়দপুরে কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলন

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৩ অক্টোবর) দুপুরে শহরের এ আর সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন সৈয়দপুর পৌর শাখার আহ্বায়ক এস এম রফিকুল ইসলাম।

এতে বক্তব্য রাখেন, প্রবীণ নেতা আব্দুল করিম ওরফে করিম বাবা, আকবর-ই-আজম, এমএ রায়হান, বাদল মিয়া, তহিদ হাসান প্রমুখ।

পরে আকবর-ই-আজমকে সভাপতি, এসএম রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ও এমএ রায়হানকে সাংগঠনিক সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এর আগে সকালে নেতাকর্মীরা শহরে একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।