ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফুলগাজী-পরশুরামের ৯ ইউপিতে আ’লীগের প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
ফুলগাজী-পরশুরামের ৯ ইউপিতে আ’লীগের প্রার্থী

ফেনী: আসন্ন ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ফেনীর ফুলগাজী ও পরশুরামের ৯ ইউনিয়নে প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ।

বুধবার (০৫ অক্টোবর) ফেনী জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান বিকম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগ দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এ প্রার্থী তালিকা ঘোষণা করেন। ঘোষণাকালে তিনি বলেন দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও দলীয় সভাপতি শেখ হাসিনা প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেন।

ফেনীর পরশুরাম ও ফুলগাজীর ৯ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন-পরশুরামের মির্জানগরে মো. নুরুজ্জামান, চিথলিয়ায় জসিম উদ্দিন, বক্সমাহমুদে মো. জাকির হোসেন চৌধুরী।

ফুলগাজী সদর ইউনিয়নে নুরুল ইসলাম, মুন্সিরহাটে নুরুল আমিন ভুঁইয়া, দরবারপুরে নিজাম উদ্দিন মজুমদার, আনন্দপুরে মো. হারুন মজুমদার, জিএম হাটে মো. মজিবুল হক, আমজাদহাটে মীর হোসেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।