ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রউফ তালুকদারের বিএনপির সদস্য পদ বাতিল

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
রউফ তালুকদারের বিএনপির সদস্য পদ বাতিল

ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুর রউফ তালুকদারের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার
করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এছাড়া বিজ্ঞপ্তিতে জামালপুর জেলাধীন বকশীগঞ্জ উপজেলা বিএনপির কমিটিও বিলুপ্ত করা হয়।

আহবায়ক কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে আগামী ৩ মাসের মধ্যে বকশীগঞ্জ উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।