ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বরিশাল মহানগর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
 বরিশাল মহানগর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারকে মহানগর বিএনপির সভাপতি পদে রাখার দাবি জানিয়ে জরুরি সভা করেছে বিএনপি।  বৃহস্পতিবার (০৬ অক্টোবর) দুপুর ১২টায় সদর রোড বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়।

 

মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, সহ-সভাপতি সরদার রফিকুল ইসলাম রুনু প্রমুখ।

এসময় নেতা-কর্মীরা বলেন, বরিশাল বিএনপিকে জীবিত রাখতে হলে মজিবর রহমানের কোনো বিকল্প নেই। বরিশালে বিএনপি’র রাজনীতির কেন্দ্রবিন্দু হলো মহানগর। মহানগরের পদ নিয়ে মজিবর রহমান সরোয়ের ব্যাপারে সিদ্ধান্তের আগে নেতাকর্মীদের অবস্থান বুঝতে হবে।

বক্তারা আরো বলেন, সরোয়ারকে যুগ্ম মহাসচিবের পাশাপাশি মহানগর বিএনপির সভাপতি পদে রাখতে হবে। তা না হলে গণপদত্যাগের মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন মহানগর বিএনপির নেতারা।  

সভায় ৩০টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
এমএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।