ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফরিদপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
ফরিদপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি

ফরিদপুর: ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকাল ৪টার দিকে যুবদলের উদ্যোগে শহরের স্বাধীনতা চত্বর থেকে র‌্যালি বের করে সরকারি রাজেন্দ্র কলেজ সংলগ্ন পার্টি সেন্টারে গিয়ে শেষ হয়।


 
পরে সেখানে জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী রতন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক তানভীর চৌধুরী রুবেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া স্বপন, জেলা ছাত্র দলের সভাপতি বেনজীর আহম্মেদ তাবরীজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।