ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে ২ বছরের মধ্যে'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
‘অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে ২ বছরের মধ্যে' ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, আগামী ২ বছরের মধ্যে সব অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করা হবে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট প্রকৌশলী ওহিদুর রহমান ডিগি কলেজে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তারাও নিজ নিজ এলাকার উন্নয়নে অবদান রাখতে পারেন। তারা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করে এলাকার উন্নয়নমূলক কাজে অংশ নেবেন।
 
অনুষ্ঠানে চৌদ্দগ্রামের নব নির্বাচিত মেয়র ও সব ইউনিয়নের চেয়ারম্যানদের সংবর্ধনা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।