ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন উপলক্ষে সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন উপলক্ষে সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায় নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরের পর উপজেলার মহাস্থান এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।


 
স্বেচ্ছাসেবক লীগ নেতা মাশকুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম রিয়াদ।

এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জিন্নাহ খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নবীর উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, শাহ কামাল তালুকদার, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান গনি, আশরাফুল ইসলাম, শ্রমিক লীগ নেতা শাহ আলম, শাহজাহান আলী, যুবলীগ নেতা আল আমিন, মাহবুব রহমান, জাকিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেষে মাশকুরুল ইসলামকে সভাপতি, ওমর ফারুককে সাধারণ সম্পাদক ও আল আমিনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট রায়নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এমবিএইচ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।