ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শহীদ মিনারে কামরানের শ্রদ্ধাঞ্জলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
শহীদ মিনারে কামরানের শ্রদ্ধাঞ্জলি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হওয়ায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলি শেষে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি নেতা-কর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান।

এরপর হজরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেন বদর উদ্দিন আহমদ কামরান।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাছির উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, নগর আওয়ামী লীগের  তথ্য ও গবেষণা তপন মিত্র, বন পরিবেশ বিষয়ক সম্পাদক জগদীশ দাশ, মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা কামরান, সাবেক সভাপতি জেবুন্নেছা হক, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মুশফিক জায়াগিরদার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংসু দাশ মিটু প্রমুখ।
 
জেলা ও মহানগর আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এনইউ/আরআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।