ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশ ক্রিকেট দলকে খালেদার অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
বাংলাদেশ ক্রিকেট দলকে খালেদার অভিনন্দন

ঢাকা: ক্রিকেটের পরাশক্তি ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
 
রোববার (৩০ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের শেষ খেলায় শক্তিশালী ইংল্যান্ডকে ১০৮ রানে হারায় বাংলাদেশ।


 
এর পরপরই এক অভিন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দল, কোচিং স্টাফ, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানান খালেদা জিয়া।
 
অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই জয় বাংলাদেশ ক্রিটের জন্য স্মরণীয় হয়ে থাকবে। পরাশক্তি ইংল্যান্ডকে হারিয়ে ক্রিকেটের এই অভিজাত ফরমেটে নিজেদের যোগ্যতার প্রমাণ দিল বাংলাদেশের দামাল ছেলেরা। তাদের কঠোর পরিশ্রম, মনোযোগ ও দেশপ্রেম আজ বাংলাদেশের জন্য এই অবিস্মরণীয় জয় এনে দিয়েছে। এই ধারা অব্যহত রাখতে পারলে আগামী দিনে বাংলাদেশই হবে বিশ্ব ক্রিকেটের পরাশক্তি।

এই জয়ের ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজ ড্র করে ইংল্যান্ডের সঙ্গে ট্রফি ভাগাভাগি করে নেয় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৮২৭, অক্টোবর ৩০, ২০১৬
এজেড/আরআইএস/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।