ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য করায় দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

 

রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যায় শহর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে টেম্পলরোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের সাতমাথা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু।
 
শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম বাপ্পীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি সাজেদুর রহমান শাহিন, ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহিম হোসেন, লুৎফুল বারি বাবু, প্রভাষক মনিরুজ্জামান, কোয়েল ইসলাম, শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবুল, নাছিমুল বারি নাছিম, লুৎফর রহমান মিন্টু, শহীদ হোসেন পাশা, মেছবাউল আলম, আতিয়ার হোসেন রনক, রুহুল আমিন, রিপন প্রামাণিক, টুটুল শেখ, মোহাম্মাদ সাপু প্রামাণিক, রায়হান আলী, হোসেন শেখ, হারুন-অর-রশিদ হেলাল, শাহাদত হোসেন, আকাশ, রমজান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এমবিএইচ/আরআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।