ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ফেনীর ধর্মপুরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
ফেনীর ধর্মপুরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮

ফেনী: ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ফেনীর ধর্মপুরে সরকার দলীয় এবং বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৬ গুলিবিদ্ধসহ ৮ জন আহত হয়েছে।  

রোববার দিনগত রাত ১১টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জোয়ারকাছাড় অক্সফোর্ড কিন্ডার গার্টেন ভোট কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।

নৌকা প্রতীকের সরকার দলীয় প্রার্থী শাহাদাত হোসেন শাখা বাংলানিউজকে জানান, তার সমর্থকরা কেন্দ্রের পাশে গেলে বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী আজহারুল হক আরজুর লোকজন বেপোরোয়া গুলি ছোড়ে। এসময় ৬ জন গুলিবিদ্ধ হয়। এছাড়া তারা দু’টি প্রাইভেট কারেও অগ্নিসংযোগ করে।  

অপরদিকে আনারস প্রতীকের প্রার্থী আজহারুল আরজু বাংলানিউজকে জানান, সরকার দলীয় প্রার্থী শাহাদাত হোসেন শাখার লোকজন তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় তার দুই সমর্থক আহত হয়। দুর্বৃত্তরা বাড়িতেও ভাঙচুর করে।

এদিকে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে গুলিবিদ্ধ হওয়ার ব্যাপারে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।