ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে ৬ ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
লক্ষ্মীপুরে ৬ ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দুই ইউনিয়ন, রায়পুর উপজেলার দুই ইউনিয়নের ৩টি কেন্দ্র এবং রামগঞ্জ উপজেলার দুই ইউনিয়নের ৭টি কেন্দ্রে ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ইউনিয়ন গুলো হচ্ছে, কমলনগর উপজেলার চরলরেঞ্চ ও চরমার্টিন। রায়পুরের সোনাপুর ইউনিয়নের দুইটি ও কেরয়া ইউনিয়নের একটি এবং রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দুইটি ও ভাটরা ইউনিয়নের পাঁচটি ভোট কেন্দ্র।

লক্ষ্মীপুর পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন বলেন, শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।