ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

হাতীবান্ধায় সহকারী প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
হাতীবান্ধায় সহকারী প্রিজাইডিং অফিসার প্রত্যাহার ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হাতীবান্ধার উত্তর গোতামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বরত সহকারী প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) সকালে ভোটগ্রহণ শুরুর কিছুসময় পর ওই সহকারী প্রিজাইডিং অফিসার  সহকারী সমাজসেবা অফিসার সুলতান আহম্মেদকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

হাতীবান্ধা উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুল আলম বাংলানিউজকে জানান, সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালনকালে বিনা অনুমতিতে কেন্দ্রের বাইরে দীর্ঘ সময় অবস্থান করায় সুলতান আহম্মেদকে প্রত্যাহার করা হয়েছে।
পরে ওই কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে হাতীবান্ধা উপজেলা হিসাবরক্ষণ অফিসের জুনিয়র অডিটর মাহসুদার রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এদিকে, সকাল ৮টা ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বিলুপ্ত ছিটমহল অধ্যুষিত লালমনিরহাটের ৩টি উপজেলার ৮টি ইউপিতে ভোটগ্রহণ চলছে।

ইউনিয়নগুলো হলো, সদর উপরজেলার কুলাঘাট, হাতীবান্ধা উপজেলার গোতামারী, পাটগ্রাম উপজেলার বুড়িমারী, শ্রীরামপুর, জগতবের, পাটগ্রাম, কুচলবাড়ি ও জোংড়া।

প্রথমবারের মতো নির্বাচনে ভোট দিতে পেরে দারুণ খুশি বিলুপ্ত ছিটমহলের ভোটাররা। নির্বাচনে ৩টি উপজেলার বিলুপ্ত ৫৯টি ছিটমহলের ভোটারা ভোট দিচ্ছেন।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্তসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া রয়েছে ভ্রাম্যমাণ আদালত, র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা।

লালমনিরহাটের পুলিশ সুপার এসএম রশিদুল হক বাংলানিউজকে জানান, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।