ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে স্থগিত ৭ কেন্দ্র ও উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
ময়মনসিংহে স্থগিত ৭ কেন্দ্র ও উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল, ফুলবাড়িয়া ও গফরগাঁও উপজেলার স্থগিত ৭ কেন্দ্রের ভোটগ্রহণ চলছে। একই সঙ্গে ফুলবাড়ীয়া উপজেলার ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শুরুর পর থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে।

জানা যায়, ত্রিশালের ৫নং বালিপাড়া ইউনিয়নের বিয়ারা পাটুলি রহমত উল্লাহ উচ্চ বিদ্যালয়, বিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪নং কানিহারি ইউনিয়নের  থাপন হালা কেন্দ্রের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টা থেকে।

ফুলবাড়িয়া উপজেলার ৩নং কুশমাইল ইউনিয়নের ৫নং ওয়ার্ড ও ১৩ নং ভবানীপুর ইউনিয়নের ১নং ওয়াডের্র স্থগিত ভোট কেন্দ্রের ভোটগ্রহণও চলছে।

গফরগাঁও উপজেলার স্থগিত হওয়া স্থানীয় সালটিয়া ইউনয়নের পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিগুয়ারী ইউনিয়নের পাতলাশি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটও শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হচ্ছে।

ফুলবাড়ীয়া উপজেলার ৮নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৮২৯। এখানে চেয়ারম্যান পদে লড়ছেন চার প্রার্থী। তারা হলেন- আ’লীগের সালিনা চৌধুরী সুষমা (নৌকা), জাতীয় পার্টির বারিকুল ইসলাম স্বপন তালুকদার (লাঙ্গল), ইসলামী আন্দোলনের মো. শামীম (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান সিরাজ সাজু (আনারস)।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমএএএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।