ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ইউপি নির্বাচন

সাঁথিয়ায় ভোটকেন্দ্র থেকে অস্ত্রসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
সাঁথিয়ায় ভোটকেন্দ্র থেকে অস্ত্রসহ আটক ৫

পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা ও জাল ভোট দেওয়ায় অস্ত্রসহ ৫ জনকে আটক করা হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে কুমিরগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যজিস্ট্রেট চাটমোহর উপজেলা ভূমি কর্মকর্তা মিজানুর রহমান বাংলানিউজকে জানান, আইন-শৃঙ্খলা বাহিনী অস্ত্রসহ বহিরাগত ওই ৫ যুবককে আটক করেছে।

তারা হলেন, সুজানগর উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের আজিম উদ্দি মল্লিকের ছেলে পল্টন হোসেন (২৬), একই উপজেলার কাচারীপাড়া গ্রামের হাতেম আলীর ছেলে সেলিম মিয়া (২৮), ভায়না গ্রামের আমজাদের ছেলে নায়েব আলী (২৫), রুস্তম সরদারের ছেলে মানিক মিয়া (২৮) এবং লেকের বনগ্রাম গ্রামের মৃত জিন্নাহর ছেলে রিপন (২৫)।
 
উপ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচিত চেয়ারম্যান কোরবান আলী বিশ্বাস চলতি বছরের ৫ জুলাই মারা গেলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।