ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির মধ্যে নির্বাচন ভীতি কাজ করছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
বিএনপির মধ্যে নির্বাচন ভীতি কাজ করছে

ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনে অংশগ্রহণ না করতে-করতে বিএনপির মধ্যে নির্বাচন ভীতি কাজ করছে। তাই আগামী সব নির্বাচনে অংশ নিয়ে জনগণের আস্থা যাচাই করতে বলেছেন তিনি।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর ধানমন্ডি দলীয় কাযার্লয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন হাছান মাহমুদ।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘মির্জা ফখরুল সম্প্রতি জেলা পরিষদ নির্বাচন সংবিধান পরিপন্থী বলে যে বক্তৃতা দিয়েছেন, তা ঠিক নয়। সংবিধানের ৫৯ আর্টিকেলে বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

সংবাদ সম্মেলনে দলটির বিভিন্ন র্পযায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এসই/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।