ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে জাসদের গণমিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
ময়মনসিংহে জাসদের গণমিছিল-সমাবেশ

ময়মনসিংহ: দলীয় ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহে গণমিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

 

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেনের নেতৃত্বে গণমিছিলে উপস্থিত ছিলেন মহানগর জাসদের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, জেলা জাসদের সহ-সভাপতি রতন সরকার, শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, শিব্বির আহমেদ লিটন, মহানগর জাসদের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান তাপস, পারভেজ শাহনেওয়াজ লিটন, আমিনুল ইসলাম আমিন, রাকিব মাহমুদ প্রমুখ।

এর আগে, ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন দলটির নেতা-কর্মীরা।

পরে কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমএএএম/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।