ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পাটগ্রামে ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
পাটগ্রামে ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল করিম প্রধান নির্বাচন বর্জন করেছেন।

এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে সোমবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে পাটগ্রাম উপজেলার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্য তিনি বলেন, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আমার পক্ষের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়। এছাড়াও ব্যালট পেপারে জোর করে সিল মেরে কেন্দ্র দখলে নেয়। এ কারণে আমি ভোট বর্জন করলাম।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।