ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মাগুরায় চেয়ারম্যান হলেন আ’লীগ ২, বিদ্রোহী ১ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
মাগুরায় চেয়ারম্যান হলেন আ’লীগ ২, বিদ্রোহী ১ 

মাগুরা: মাগুরার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ২ ও ১ জন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল হোসেন মোল্লা।

তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইকবাল আক্তার কাফুর ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৮৫ ভোট।  

শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফিরোজ হোসেন ৪ হাজার ৭৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল হালিম পেয়েছেন ৪ হাজার ২০৩ ভোট।  

এছাড়া শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. মোতাসিম বিল্লাহ সংগ্রাম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
পিসি/ 

***মহম্মদপুরে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী জয়ী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।