ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জামালপুরের ৪ ইউনিয়নে আ.লীগ প্রার্থী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
জামালপুরের ৪ ইউনিয়নে আ.লীগ প্রার্থী বিজয়ী

জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন ও মেলান্দহ উপজেলার একটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থী বিজয়ী হয়েছে।

 

সোমবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এরপর ভোট গণনা শেষে বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচনে বালিজুড়ি ইউনিয়নে আ.লীগ প্রার্থী মোজাম্মেল হক, চরপাকেরদহ ইউনিয়নে আ.লীগ প্রার্থী তৌফিকুল ইসলাম ও জোড়খালী ইউনিয়নে আ.লীগ প্রার্থী ফরিদুল ইসলাম চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নে আ.লীগ প্রার্থী শফিউল আলম শাহাবুদ্দিন  চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মো. কামরুজ্জামান বাংলানিউজকে জানান, উপজেলার বালিজুড়ি, জোড়খালী ও চরপাকেরদহ ইউনিয়নে সীমানা সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচন স্থগিত ছিল। অন্য দিকে প্রথম দফায় সহিংসতার কারণে মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের দু’টি কেন্দ্রের নির্বাচন স্থগিত ছিল।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।