ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কমলনগরে আ.লীগের ২ প্রার্থী বিজয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
কমলনগরে আ.লীগের ২ প্রার্থী বিজয়ী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরের চর লরেন্স ইউনিয়নে আ.লীগ প্রার্থী একেএম নুরুল আমিন মাস্টার ও চর মার্টিন ইউনিয়নে আওয়ামী লীগ  প্রার্থী ইউছুফ আলী চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

সোমবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এরপর ভোট গণনা শেষে বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।

চর লরেন্স ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী একেএম নুরুল আমিন মাস্টার (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছে ৮ হাজার ২৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মোশারফ হোসেন খোকন (ধানেরশীষ) প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ১৫৩ ভোট।

অপর দিকে, চর মার্টিন ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ইউছুফ আলী ৮ হাজার ৬০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. জাঙ্গীর আলম  (মোটরসাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৫৫৭ ভোট।

কমলনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মো. জাকির মাহমুদ ফলাফলের বিষয়টি ‍বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।