ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে আ.লীগ প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
দিনাজপুরে আ.লীগ প্রার্থী জয়ী

দিনাজপুর: দিনাজপুর বিরলে আওয়ামী লীগ প্রার্থী সাবুল চন্দ্র সরকার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

 

সোমবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা ভোট গ্রহণ চলে।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ২৬ জন ও সংরক্ষিত সদস্য পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

ইউপি আওয়ামী লীগের সভাপতি শ্রী সাবুল চন্দ্র সরকার (নৌকা) ৭৯৩৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী  ইউপি বিএনপি’র সভাপতি ও বর্তমান চেয়ারম্যান নূর ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ৫০০৯ ভোট।

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম রওশন কবির জানান, সুষ্ঠ ও সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সাবুল চন্দ্র সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।