ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কোম্পানীগঞ্জে আ.লীগ প্রার্থী বিজয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
কোম্পানীগঞ্জে আ.লীগ প্রার্থী বিজয়ী

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ন‍ূর নবী চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ৭৯৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

 

সোমবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন ফলাফলের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্দ্র প্রার্থী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন পেয়েছেন ২৬২৬ ভোট। বিএনপি সমর্থিত প্রার্থী মাইন উদ্দিন মাসুম পেয়েছে ৯৪৪ ভোট।

এর আগে সকাল ৮টা থেকে উপজেলার ৮টি স্থগিত কেন্দ্র ও ১টি সংরক্ষিত পদসহ মোট ১১টি কেন্দ্রে ২৫ হাজার ৭৫৫ জন ভোটারের মধ্যে ৫৫ ভাগ ভোটার শান্তিপূর্ণভাবে তাদের ভোট প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।