ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পেকুয়ায় দুর্বৃত্তের হামলায় ইউপি সদস্য আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
পেকুয়ায় দুর্বৃত্তের হামলায় ইউপি সদস্য আহত

কক্সবাজার: দুর্বৃত্তদের হামলায় পেকুয়ার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইসমাঈল (৪৫) আহত হয়েছেন।

সোমবার (৩১ অক্টোবর) রাত ৯টায় গুলদী স্টেশন এলাকায় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

 ইসমাঈল আব্দুল হামিদ সিকদারপাড়ার হাবিবুর রহমানের ছেলে।

তার ভাই গিয়াস উদ্দিন বাংলানিউজকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে একই ইউনিয়নের মাইজপাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে হাসনাত এ হামলা চালায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে যান।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ভুঁইয়া বাংলানিউজকে জানান, হামলাকারীকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।

বাংলাদেশ সময়: ০৫৫৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
টিটি/টিসি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।