ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বকশীগঞ্জে নতুন রাজনৈতিক দল গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
বকশীগঞ্জে নতুন রাজনৈতিক দল গঠন বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ থেকে ‘বাংলাদেশ জনকল্যাণ সংগঠন’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন হয়েছে।

এ সংগঠনের সভাপতি হচ্ছেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার এবং সংগঠনের মহসচিব হচ্ছেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও শিল্প বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ।

এছাড়া সংগঠনের সিনিয়র সহ সভাপতি হিসেবে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হালিম মণ্ডল এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে উপজেলা বিএনপি তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স এবং সংগঠনিক সম্পাদক উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল তালুকদার।

কমিটি গঠন উপলক্ষে রোববার সন্ধ্যায় বকশীগঞ্জ পাটহাটি মোড়ে উপজেলা বিএনপির সাবেক দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা শেষে দলের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার এ ঘোষণা দেন।

গত ৬ অক্টোবর বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক আইজিপি আব্দুল কাইয়ুমের সঙ্গে মত বিরোধের কারণে উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। এ কারণে উপজেলা বিএনপি প্রায় শতাধিক নেতাকর্মী এ সংগঠনের কমিটিতে যোগ দেয়।

মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়নের প্রায় ২ হাজার নেতাকর্মী অংশ নেয়।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।