ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় স্বেচ্ছাসেবক পার্টির কর্মী সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
বগুড়ায় স্বেচ্ছাসেবক পার্টির কর্মী সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক পাটির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ নভেম্বর) বিকেলে এ সম্মেলনের আয়োজন করা হয়।
 

বগুড়া: বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক পাটির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (০৮ নভেম্বর) বিকেলে এ সম্মেলনের আয়োজন করা হয়।



ইউনয়ন স্বেচ্ছাসেবক পাটির আহ্বায়ক আব্দুল গোফফারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির (জাপা) যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ওমর এমপি।
 
এছাড়া সম্মেলনে জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লুৎফর রহমান সরকার স্বপন, সাধারণ সম্পাদক আজিজ আহমেদ রুবেল, সাংগঠনিক সম্পাদক অমিত দাস, সদর উপজেলা জাপার সভাপতি এইচএম ইকবাল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম সুইট, সদর উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক সুলতান আলী, সদস্য সচিব সোহাগ সরকার, আবু সাঈদ প্রমুখ বক্তব্য রাখেন।
 
শেষে আব্দুল গোফফারকে সভাপতি, আব্দুল বারীকে সাধারণ সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির কমিটি গঠন করা হয়।
 
বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এমবিএইচ/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।