ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পঞ্চগড়ে সাবেক এমপি মোজাহার হোসেনের স্মরণসভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
পঞ্চগড়ে সাবেক এমপি মোজাহার হোসেনের স্মরণসভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোজাহার হোসেনের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চগড়: পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোজাহার হোসেনের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির আয়োজনে বিএনপি কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় মোজাহার হোসেনের পরিবারের সদস্যরাসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এতে পৌর বিএনপির সভাপতি ও মেয়র তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুলাহ আল মামুন রণিক, জাসাস নেতা ইউনুস শেখ প্রমুখ বক্তব্য রাখেন।

মোজাহার হোসেন পঞ্চগড়-২ আসনে ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। সম্প্রতি তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।