ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘দেশবিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
‘দেশবিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া হবে না’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বরেছেন, দেশবিরোধী শক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। ওরা ক্ষমতায় এলে আবারও রাজাকারের দেশে পরিণত করবে। 

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বরেছেন, দেশবিরোধী শক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

ওরা ক্ষমতায় এলে আবারও রাজাকারের দেশে পরিণত করবে।  

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী চেকপোস্ট মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০১৯ সালের নির্বাচন আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ। বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনে আসেন খেলা হবে নির্বাচনী মাঠে। জ্বালাও পোড়াও করে কোনো লাভ হবে না।  

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে পুনরায় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে এ সংবর্ধনা দেওয়া হয়।  

এছাড়াও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান ড. হোসেন মনসুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুল খালেক এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় মেরিনা জাহান কবিতাকেও সংবর্ধনা দেওয়া হয়।   

মোহাম্মদ নাসিম বলেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে বিএনপি প্রতিনিধি পাঠিয়েছিল। বিএনপির সমর্থন করার কারণেই ওই প্রার্থী হেরে গেছেন। আমেরিকায় যে সরকারই ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।  

জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের প্রতি নাসিম বলেন, কোনো প্রার্থী আমার নাম কিংবা ছবি ব্যবহার করে ক্যানভাস করবেন না। দলের মধ্যে কোনো কোন্দলের চেষ্টা করবেন না। শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে।  


জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, গাজী ম ম আমজাদ হোসেন মিলন এমপি, আব্দুল মজিদ মণ্ডল এমপি, তানভীর ইমাম এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, সিরাজুল ইসলাম খান, অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।