ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় আ.লীগ সভাপতিকে সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
বগুড়ায় আ.লীগ সভাপতিকে সংবর্ধনা ছবি: আরিফ জাহান- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে দলের তরফে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে শহরের মাটিডালী বিমানমোড় এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

বগুড়া: বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে দলের তরফে সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে শহরের মাটিডালী বিমানমোড় এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

 
 
অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন।
 
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আ.লীগের উপদেষ্টা মকবুল হোসেন, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন দুলু, যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, আখতারুজ্জামান ডিউক, তপন চক্রবর্তী, সুলতান মাহমুদ খান রনি, রুহুল মোমিন তারিক, আল রাজি জুয়েল, মাশরাফি হিরো, নাইমুর রাজ্জাক তিতাস, অ্যাডভোকেট লাইজিন আরা লীনা, ডালিয়া নাসরিন রিক্তা, মাহফুজা খানম লিপি, আবু জাফর সিদ্দিকী রিপন, সাজেদুর রহমান সাহীন, জুলফিকার রহমান শান্ত, ইব্রাহিম হোসেন, সওকাদুল ইসলাম সরকার সবুজ, মোস্তাক আহম্মেদ লিংকন, আনোয়ার ইসলাম মুকুল, প্রভাষক কামরুল হাসান ডালিম, শহিদুল ইসলাম বাপ্পি, সরকার সাইফুল ইসলাম, আবু বাসার মানিক, খলিলুর রহমান, সফিকুল ইসলাম, আজহারুল হান্নান রিপু, মাহবুবর রহমান, সাব্বির আহম্মেদ তারাজুল, জহুরুল ইসলাম উজ্জল, ইয়াকুব আলী, ইসরাইল হোসেন সরকার, মাহফুজার রহমান দুলু, শাজাহান আলী ধলু, টিপু সুলতান, আনোয়ার হোসেন, আইয়ুব হোসেন, মির্জা হাকিম, আলী রেজা তোতন, আব্দুর রউফ, বিলাসী রানী ও শিল্পি বেগম প্রমুখ।
 
অনুষ্ঠানে শেষে সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কমিটির পক্ষ থেকে মমতাজ উদ্দিনকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এমবিএইচ/এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।