ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়িতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
খাগড়াছড়িতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নানা আয়োজনে খাগড়াছড়িতে যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

খাগড়াছড়ি: নানা আয়োজনে খাগড়াছড়িতে যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১১ নভেম্বর) সকালে কদমতলী এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে টাউন হল প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সাধারণ সম্পাদক কে এম ইসমাইল প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
আরবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।