ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

যশোরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
যশোরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নানা আয়োজনের মধ্য দিয়ে যশোরে যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

যশোর: নানা আয়োজনের মধ্য দিয়ে যশোরে যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

পরে শহরে একটি শোভাযাত্রা বের করেন নেতাকর্মীরা।

শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ।
 
জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, শিল্প বিষয়ক সম্পাদক বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, যশোর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
ইউজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।