ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে শোভাযাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশালে যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বরিশাল: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশালে যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সোহেল চত্বরে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এর আগে বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে মহানগর যুবলীগের সভাপতি নিজামুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী, সম্পাদক এ কে এম জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মেজবাউদ্দিন জুয়েল ও রফিকুল ইসলাম খোকন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।