ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘নির্বাচনের প্রস্তুতি নিন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
‘নির্বাচনের প্রস্তুতি নিন’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দলীয় নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ফেনী: দলীয় নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১১ নভেম্বর) বিকেল ৫টায় দাগনভূঞা বাজারের জিরো পয়েন্টে এক পথসভায় তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, নেতাদের খুশি করার কোনো দরকার নেই। দল গঠন করে বাড়ি বাড়ি যেতে হবে ভোটারদের সমর্থন আদায় করার জন্য।

তিনি বলেন, অতীতে যা হওয়ার হয়েছে, তা নিয়ে ঘাটাঘাটি না করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন- ফেনী সদর আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের এমপি জাহানারা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাইল হায়দার চৌধুরী সোহেল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, দাগনভূঞাঁ উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন, পৌর মেয়র ওমর ফারুক খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।