ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে ২ ইউনিয়নে আ’লীগ প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
সিরাজগঞ্জে ২ ইউনিয়নে আ’লীগ প্রার্থী জয়ী

সিরাজগঞ্জের দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

শনিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বিজয়ীরা হলেন- সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের আব্দুল আলীম ভূঁইয়া ও বেলকুচির বড়ধুল ইউনিয়নের আছির উদ্দিন মণ্ডল।

জেলা নির্বাচন অফিসার আরও জানান, জেলার ৭টি ইউনিয়নের মধ্যে দু’টিতে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকিগুলোতে সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
আরবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।