ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আ.লীগের নবনির্বাচিত যুগ্ম সা. সম্পাদক আব্দুর রহমানকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
আ.লীগের নবনির্বাচিত যুগ্ম সা. সম্পাদক আব্দুর রহমানকে সংবর্ধনা

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমানকে ফরিদপুরে সংবর্ধনা দেয়া হয়েছে।

ফরিদপুর: আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমানকে ফরিদপুরে সংবর্ধনা দেয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ।

শনিবার ( নভেম্বর ১২) বিকেলে ফরিদপুরের মধুখালী ঈদগা মাঠে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনায় যোগ দেন বিপুল সংখ্যক নেতাকর্মী।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিআরডি মন্ত্রী, প্রধান বক্তা ছিলেন কাজী জাফরউল্লাহ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  আহম্মদ হোসেন, বি এম মোজাম্মেল হক এমপি, আওয়ামী লীগ নেতা এস এম কামাল, আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা ডা. দীলিপ রায়, আওয়ামী লীগের ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ০৬০৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।