ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

৭ নভেম্বরের কর্মসূচিতে বাঁধা প্রদানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি।

ময়মনসিংহ: ৭ নভেম্বরের কর্মসূচিতে বাঁধা প্রদানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেন।

সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, নগর বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, কাজী রানা, শাহ শিব্বির আহমেদ ভুলু, এ কে এম মাহবুবুল আলম মাহবুব, রতন আকন্দ, কায়কোবাদ মামুন, শেখ আব্দুল আজিজ, কেন্দ্রীয় যুবদল নেতা লিটন আকন্দ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এমএএএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।