ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নির্বাচন হলে অস্তিত্ব হারিয়ে ফেলবে আওয়ামী লীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
নির্বাচন হলে অস্তিত্ব হারিয়ে ফেলবে আওয়ামী লীগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন হলে অস্তিত্ব হারিয়ে ফেলবে আওয়ামী লীগ। মানুষের মনের মধ্যে তাদের স্থান নেই।

ঠাকুরগাঁও: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন হলে অস্তিত্ব হারিয়ে ফেলবে আওয়ামী লীগ। মানুষের মনের মধ্যে তাদের স্থান নেই।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পরবর্তী হামলায় দৌলতপুর গ্রামের নিহত মন্টুর পরিবারকে সহানুভূতি জানানোর পর তিনি এ কথা বলেন।

পরে মির্জা ফখরুল সাধারণ পাঠাগার চত্বরে আয়োজিত জেলা যুবদলের ত্রি-বার্ষিক সম্মেলনে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

এর আগে সম্মেলন উপলক্ষে জেলা যুবদল শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।