ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার মড়কা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মানিক আহমেদ (৩৬) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার মড়কা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মানিক আহমেদ (৩৬) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

বুধবার (১৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে গাংনী-হাটবোয়ালীয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মানিক উপজেলার রাইপুর ইউনিয়নের ইকুড়ি গ্রামের আরজুল্লাহর ছেলে। তিনি ওই ইউনিয়নের ছাত্রলীগ নেতা ছিলেন।

রাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু বাংলানিউজকে জানান, দুপুরে মোটরসাইকেলে করে ইকুড়ি থেকে গাংনীর দিকে যাচ্ছিলেন মানিক। পথে মড়কা এলাকায় এলে এক পথচারীর সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটিসহ তিনি রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন।

এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।