ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নন্দীগ্রাম পৌর ছাত্রলীগের কমিটি অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
নন্দীগ্রাম পৌর ছাত্রলীগের কমিটি অনুমোদন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মশিউর রহমানকে সভাপতি ও তৌহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে পৌর ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ সময় এক বছরের জন্য আগামী ১৫দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয় অনুমোদনপ্রাপ্ত এই কমিটিকে।

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মশিউর রহমানকে সভাপতি ও তৌহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে পৌর ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এ সময় এক বছরের জন্য আগামী ১৫দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয় অনুমোদনপ্রাপ্ত এই কমিটিকে।


 
বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
অনুমোদনপ্রাপ্ত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন আহসান হাবীব সজিব ও যুগ্ম-সাধারণ সম্পাদক জুম্মান হাসান জোহা।
 
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এমবিএইচ/‌এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।