ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় জনপ্রতিনিধিদের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
বগুড়ায় জনপ্রতিনিধিদের সংবর্ধনা ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া জেলা সন্ত্রাস বিরোধী কমিটির উদ্যোগে জেলার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) শহরের শহীদ খোকন শিশু পার্কে এ সংবর্ধনা দেওয়া হয়।

বগুড়া: বগুড়া জেলা সন্ত্রাস বিরোধী কমিটির উদ্যোগে জেলার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) শহরের শহীদ খোকন শিশু পার্কে এ সংবর্ধনা দেওয়া হয়।

সন্ত্রাস বিরোধী জেলা কমিটির সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের এমপি হাবিবর রহমান, জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন ও পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।
 
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর হেনা, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সরকার বাদল, সারিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান মাছুদুর রহমান হিরু মন্ডল, কাহালু উপজেলা চেয়ারম্যান মাওলানা তায়েব আলী, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাওলানা আলমগীর হুসাইন, কাহালু পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ, দুপচাঁচিয়া পৌর মেয়র বেলাল হোসেন, শেরপুর পৌর মেয়র আব্দুস সাত্তার, সোনাতলা পৌর মেয়র জাহাঙ্গীর আলম নান্নু, নন্দীগ্রাম পৌর মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, ইউপি চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, ইউপি সদস্য হাজেরা বেগম, সুলতানা রাজিয়া ও আছমা বেগম প্রমুখ ।
 
এ সময় বক্তারা সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সুখি সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
 
এছাড়া আগামী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনের প্রতি সবাই সমর্থন ব্যক্ত করেন।

জেলার সব উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রায় সহস্রাধিক জনপ্রতিনিধিকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাদের হাতে অতিথিরা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।
 
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এমবিএইচ/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।