ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

তারেকের জন্মদিন উপলক্ষে শনিবার রাতে কেক কাটবেন খালেদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
তারেকের জন্মদিন উপলক্ষে শনিবার রাতে কেক কাটবেন খালেদা

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (১৯ নভেম্বর) রাতে কেক কাটবেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার (১৮ নভেম্বর) রাতে চেয়ারপারসনের প্রেস উইংয়ের...

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (১৯ নভেম্বর) রাতে কেক কাটবেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার (১৮ নভেম্বর) রাতে চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন হীরা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শনিবার রাত ১২টা ১মিনিটে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কেক কাটবেন।

আর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিনব্যাপী রক্তদান কর্মসূচির আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এজেড/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।