ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রামপুরায় ছাত্রলীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
রামপুরায় ছাত্রলীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি

রাজধানীর পশ্চিম রামপুরার ওলন রোডে ছাত্রলীগ নেতা তপুর বাড়ির জানালায় দুর্বৃত্তরা গুলি ছুড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঢাকা: রাজধানীর পশ্চিম রামপুরার ওলন রোডে ছাত্রলীগ নেতা তপুর বাড়ির জানালায় দুর্বৃত্তরা গুলি ছুড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) কাজী সাহান হক বাংলানিউজকে জানান, ছাত্রলীগ নেতা তপুর বাসার জানালায় কে বা কারা দুই রাউন্ড গুলি ছুড়েছে। পায়ে হেঁটেই দু’জন দুর্বৃত্ত এখানে এসেছিলো বলে আমরা ধারণা করছি।

এদিকে গুলির ঘটনায় এলাকার জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এসজেএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।