ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রংপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
রংপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রংপুর জেলা ছাত্রদল।

রংপুর: বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রংপুর জেলা ছাত্রদল।

শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের গ্র্যান্ড হোটেল মোড়ে পুলিশী বাধার মুখে পড়ে।

পরে পুলিশের বাধায় মিছিল করতে না পেরে আবার বিএনপি কার্যালয়ে ফিরে যায় মিছিলটি। এসময় জেলা ছাত্রদলের নেতাকর্মীরা কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক উৎপল চন্দ্র ভৌমিক, প্রচার সম্পাদক জাকারিয়া হোসাইন জিম, ক্রিয়া সম্পাদক আবেদ হাসান গুন্ড, যোগাযোগ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক সৌরভ, মকুট, শাহিদ, সুজনসহ জেলা ও সদর উপজেলার ছাত্রদলের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা,নভেম্বর ১৯, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।