ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে জেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় জেলা ছাত্রদল নেতা সালাহউদ্দিন দেওয়ানসহ অন্যান্য নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি মহাসড়কের ভুলতা, গোলাকান্দাইল, সাওঘাট এলাকা ঘুরে গাউছিয়া মার্কেট প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সভার আয়োজন কর‍া হয়।

এ সময় সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদল নেতা সালাহউদ্দিন দেওয়ান, রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা রফিকুল ইসলাম, রাকিব হাসান, লিটন সরকার, আবু তালেব, এনামুল হক, বাবু, নাহিদ হাসান, ওমর হোসেন, আজাদ, মিঠু, জহির, শফিক, জোবায়ের, তারাব পৌর ছাত্রদল নেতা আলতাফ হোসেন, কাঞ্চন পৌর ছাত্রদল নেতা নাজমুল হাসান, স্বপন মিয়া, ইসমাইল মামুন, বাদশা, আশরাফুল, নাইবুর, রাসেল, রোবেল, আরিফ ও বিশাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এসআরএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।