ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
বগুড়ায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল।

বগুড়া: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল।

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের সহ-সভাপতি হারুনুর রশিদ সুজনের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন।

এছাড়া সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ডা. মামুনুর রশীদ মিঠু, অ্যাডভোকেট রাফি পান্না, বিএনপি নেতা মতিউর রহমান, ছাত্রদল নেতা আবু হাসান, রিগেন আহমেদ, শাহীন, সুমন, সৌরভ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এমবিএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।